![]() উজিরপুরে গরু চোর ধরতে গিয়ে পিকআপচাপায় শ্রমিকদল নেতা নিহত, আহত ২
৮ October ২০২৫ Wednesday ৭:০৮:৪৩ PM
![]() বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের আটক করতে গিয়ে পিকআপভ্যানের চাপায় শ্রমিকদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি হলেন মো. সাগর মোল্লা (২৪)। তিনি উজিরপুর উপজেলার সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং বরাকোঠা ইউনিয়ন শ্রমিকদলের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে সাকরাল গ্রামের মো. আনিছ হাওলাদারের খামার থেকে গরু চুরির চেষ্টা চালায় একটি চোরচক্র। ![]() চোরেরা একটি পিকআপভ্যানে করে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা।তখন শ্রমিকদল নেতা সাগর মোল্লা, নাঈম হাওলাদার (২৫) ও মো. কাওছার হাওলাদার মোটরসাইকেলে করে পিকআপটিকে ধাওয়া করেন। ধাওয়া করতে করতে তারা বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে চোরচক্রের পিকআপটি তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। ![]() স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম ও কাওছারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহত সাগরের স্বজনরা জানিয়েছেন, এ ঘটনায় তারা হত্যা মামলা দায়ের করবেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||