" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

৮ October ২০২৫ Wednesday ৭:৩৫:১৭ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং প্রধান শিক্ষক সাহারুম মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে বেতাগী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার সাহারুম মিয়া কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু আবদুর রশীদ হাওলাদারের ছেলে এবং উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫৭ নম্বর চক রঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি সাহারুম মিয়াকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

মোমলা সূত্রে জানা গেছে, লোন পরিশোধ না করায় সোনালী ব্যাংক সাহারুম মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে কয়েকজন পাওনাদারও আদালতে মামলা করেছেন। সাহারুম মিয়ার গ্রেফতারের খবরে ওই পাওনাদাররা থানায় হাজির হন।

সাহারুম মিয়ার ছোট ভাই জাকির হোসেন সাংবাদিকদের বলেন, পেনশনের অর্থ দিয়ে সকলের টাকা পরিশোধ করে দেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।