" />
AmaderBarisal.com Logo

মিথ্যা শ্লীলতাহানির মামলার প্রতিবাদে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন


আমাদেরবরিশাল.কম

৮ October ২০২৫ Wednesday ৭:৩৯:২৯ PM

নগর প্রতিনিধি:

নাতনিকে জড়িয়ে মিথ্যা শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরিশালের দাড়িয়াল গ্রামের বাসিন্দা মোস: রানি বেগম। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোসা: রানি বেগমের পক্ষে তার বড় ছেলে লিখিত বক্তব্যে জানান, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে তার ছোট ছেলে মাহাবুবুল আলম মিথুনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়। এ অভিযোগে দাড়িয়াল ইউনিয়নের ১৬ নং পুজাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শরিফা রাজিয়া মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ওই দিন রাতে বাড়িতে কেউ না থাকায় তার ছেলেকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনাটি সাজিয়েছে।

তিনি আরও বলেন, “তার ছেলে মিথুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছুদিন আগে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শত্রুপক্ষ আমার ছেলেকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে আমার সেজো ছেলে মিরাজ ও তার স্ত্রী শরিফা রাজিয়া।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পুত্রবধূ শরিফা রাজিয়া ও তার ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। আর সেই বিরোধের সুযোগ নিয়েই তার ছোট ছেলেকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে মিথুন কারাগারে রয়েছেন।

রানি বেগম অভিযোগ করে বলেন, “এ ঘটনায় আমাদের পরিবার চরম সামাজিক ও মানসিক চাপে রয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়ের দাবি জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকেও মামলার সুষ্ঠু তদন্ত ও মিরাজের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।