" />
AmaderBarisal.com Logo

কুয়াকাটা সৈকতে যাওয়ার পথে দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ৩


আমাদেরবরিশাল.কম

১১ October ২০২৫ Saturday ৮:৪১:০৮ PM

পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর ফতুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও র‍্যাবের কোস্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ত্রিশজন আহত হয়েছেন। 

নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য, একজন নারী ও একজন শিশু রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব সদস্যরা স্বজনদের সঙ্গে প্রায় ৩০ যাত্রী নিয়ে কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে একটি কোস্টার (বরিশাল মেট্রো-ঝ ১১-০০০৬) চালাচ্ছিলেন। ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা–ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহণের বাসের (বরিশাল মেট্রো ব-১১০২০৬) সঙ্গে কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুর্ঘটনায় কোস্টারচালক এএসআই আব্দুল আলীম (৩৪), আফরোজা (২৮) নামে একজন নারী ও পিয়াস নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে পটুয়াখালী সিএমএইচে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রাশেদ জানান, র‍্যাব সদস্য ডিএডি ওমরের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি পটুয়াখালী সিএমএইচে আইসিইউতে রয়েছেন। এছাড়া আরও ১৭ জনকে সিএমএইচে ভর্তি রাখা হয়েছে। 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও উদ্ধার কাজ শেষ হওয়ার পর তা স্বাভাবিক হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।