" />
AmaderBarisal.com Logo

সাঁকো দিয়ে ব্রীজ পারাপার: রাজাপুর-কাউখালী-ঝালকাঠি যান চলাচল বন্ধ, ৬ বছর ধরে ভোগান্তি, ব্রিজ ভেঙে


আমাদেরবরিশাল.কম

২২ October ২০২৫ Wednesday ১০:৪১:৩২ PM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরে গাছবাহী নৌকার ধাক্কায় ২২৫ ফুট দীর্ঘ একটি আইরন ব্রিজ ভেঙে পড়েছে। ১১ ডিসেম্বর ২০১৯ ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে ভেঙে পরে।

দুর্ঘটনার পর থেকে ৬ বছর ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় রাজাপুর ও পাশের কাউখালী উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় অন্তত ৩০ গ্রামের মানুষ। বিশেষ করে এলাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শ মানুষ চলাচল করতেন। এই পথে হাট-বাজারে বিক্রির জন্য কৃষিপণ্যসহ নানা পণ্য পরিবহন করা হতো।

স্থানীয়রা জানান, নদীটি দিয়ে নিয়মিত বালুবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজের ধাক্কায় কয়েক মাস আগে থেকেই ব্রিজের মাঝামাঝি অংশে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা ব্রিজের পিলারে ধাক্কা দিলে মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় নৌকাটি ব্রিজের নিচে চাপা পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, আবু ইউসুফ, আনোয়ার মিলন ও মামুনসহ অনেকে জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত ব্রিজ নির্মাণ না হলে এলাকার পণ্য পরিবহন ও মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।