![]() বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি
২৬ October ২০২৫ Sunday ৪:৪৩:২৩ PM
![]() বরিশাল নগরীতে এক গৃহবধুকে গণধর্ষনের অভিযোগে চার জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষনা করেছেন। ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের বাসিন্দা রাসেল গাজী (৪৫), একই ওয়ার্ডের গ্যাস টারবাইন এলাকার ভাড়াটিয়া বাসিন্দা রোকন খান (৩৩), ধান গবেষনা সড়কের খেয়াঘাট এলাকার রাজিব জমাদ্দার (৩৫) ও জাহিদ হাওলাদার (৩৬)। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি রোকন খান ছাড়া অন্য তিনজন আদালতে উপস্থিত ছিলো। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিচার চলাকালীন রোকন খান জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেছে। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে-২০১৬ সালের ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খ্রীষ্টান কলোনী এলাকার এক নারীকে ওই চারজন আসামি জোরপূর্বক গণধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর চার আসামিকেই গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০জনকে আসামি করা হলেও পুলিশী তদন্তে এজাহার নামধারী চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

