![]() বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ৩০ নভেম্বর
২৭ October ২০২৫ Monday ১০:১৬:১০ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() আগামী ৩০ নভেম্বর বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হবে। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টায় ঢাকার গুলশান কার্যালয়ে বরিশাল ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। এরপর রাতে খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, বিগত নির্বাচনে আমাদের সাথে জামায়াত জোটগতভাবে নির্বাচন করেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তারা গ্রামে গিয়ে সহজ-সরল নারীদের বোঝাচ্ছেন ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’। সুতরাং বিএনপির নেতাকর্মীদর আরো সতর্ক হতে হবে। কোন ধরণের বিভেদ না করে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের ২১ আসন থেকে শতাধিক মনোনয়ন প্রত্যাশী অংশগ্রহণ করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

