Current Bangladesh Time
Tuesday October ২৮, ২০২৫ ৪:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ৩০ নভেম্বর
২৭ October ২০২৫ Monday ১০:১৬:১০ PM
Print this E-mail this

বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ৩০ নভেম্বর


নিজস্ব প্রতিনিধি:

আগামী ৩০ নভেম্বর বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হবে। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টায় ঢাকার গুলশান কার্যালয়ে বরিশাল ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। এরপর রাতে খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, বিগত নির্বাচনে আমাদের সাথে জামায়াত জোটগতভাবে নির্বাচন করেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তারা গ্রামে গিয়ে সহজ-সরল নারীদের বোঝাচ্ছেন ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’। সুতরাং বিএনপির নেতাকর্মীদর আরো সতর্ক হতে হবে। কোন ধরণের বিভেদ না করে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের ২১ আসন থেকে শতাধিক মনোনয়ন প্রত্যাশী অংশগ্রহণ করেন।
দলীয় একাধিক সূত্র বলছে-বিএনপির মনোনয়ন কারা পাবেন সেই তালিকা চূড়ান্ত হয়ে আছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। এ তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন সাবেক এমপিরা। অধিকাংশ আসনেই সাবেক সংসদ সদস্যদের প্রধান্য দেওয়া হয়েছে। বরিশালের ২১ আসনের মধ্যে দুটি জোটের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকী ১৯ আসনে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে ২/১টি আসনে নতুন মুখ আসতে পারে বলেও সূত্রের দাবী।
মতবিনিময় সভায় বরিশাল সদর আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, বর্তমান ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলী হায়দার বাবুল। বরিশাল-১ আসন থেকে ছিলেন সাবেক এমপি জহির উদ্দীন স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বরিশাল- ২ আসনে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দীন আহমেদ সান্টু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন। বরিশাল-৩ আসনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সহ সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন, বরিশাল-৪ আসনে ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং বরিশাল-৬ আসনে ছিলেন সাবেক এমপি আবুল হোসেন খান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ৩০ নভেম্বর
বালুর বস্তায় ঠেকিয়ে চলছে বরিশাল-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতু
বরিশালে খুচরা বাজারে সবজির দাম চড়া
বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি
ব‌রিশাল-৫ (সদর ও নগর): গুরু-শিষ্যদের লড়াই থামাতে মুখ বন্ধ রাখার নির্দেশ কেন্দ্রের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com