Current Bangladesh Time
Monday October ২৭, ২০২৫ ১০:০৯ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় জীবননাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন
২৭ October ২০২৫ Monday ৬:২৩:৩৯ PM
Print this E-mail this

কলাপাড়ায় জীবননাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন


প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) পটুয়াখালীর কলাপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে জীবননাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন বৈদ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো. সোবাহান মুন্সি। সোমবার (২৭ অক্টোবর) বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।হয়। এসময় উপস্থিত ছিলেন তার স্বজন মো. নয়া মিয়া ও মো. আলী হোসেন।

লিখিত বক্তব্যে সোবাহান মুন্সী বলেন, তার ছোট ভায়রার ছেলে আরিফুর রহমান ৪ বছর ধরে সৌদিতে অবস্থান করছেন। এ বছরের শুরুতে আরিফের মাধ্যমে তার নাতি সিফাতকে তার কাছে পাঠানোর সকল প্রস্তুতি নেন তিনি। এসময় তার পার্শ্ববর্তী এবং তার ছাত্র মো. মামুন সিকদার, তার বড়ো ভাই মঞ্জু সিকদার ও বোন জামাই নিজাম মোড়ল সহ তার বাড়িতে এসে মামুনকে বিদেশে যাওয়ার ব্যাবস্থা করে দেয়ার অনুরোধ জানান।

তিনি সরল বিশ্বাসে তাদের কথা মতো মামুনকে বিদেশে পাঠানোর জন্য তার ভায়রার ছেলের সঙ্গে কথা বলেন। পরে তার নাতি ও মামুন সহ দুজনের কাগজপত্র রেডি করেন আরিফ। তখন মামুন সহ তার পরিবারের সদস্যদের সাথে বিদেশে পাঠানোর ভিসার সকল প্রসেসিং ও আকামা বাবদ ৫ লক্ষ টাকা ধার্য্য হয়। প্রায় এক সপ্তাহ পরে, মামুন পাসপোর্ট এর সাথে তাকে ১ লক্ষ টাকা দেন, পর্যায়ক্রমে তিনি বাকি ৪ লক্ষ টাকা পরিশোধ করেন। দেশের সকল প্রসেস শেষে এবছরের ২৫ জুন মামুন সিকদার ও তার নাতি সিফাত একই সাথে সৌদি আরবে তার ভায়রার ছেলে আরিফুর রহমান এর কাছে পৌঁছান। সেখানে পৌছানোর পরে তার সাথে কথা অনুযায়ী তাকে লোড অনলোডের সাইডে ৮ দিনের মধ্যে আকামা সহ তাকে তার কাজে দেয়া হয়। মামুন কাজে যোগদানের ৮ দিনপর জানায় এই কাজ তিনি করতে পারবে না, এখানে অনেক রোদ, প্রচন্ড গরম, পানি খেতে পারেনা এবং বাসে চলাচল করতে পারেনা বলে কাজ করতে অপরাগতা প্রকাশ করেন।

অপর দিকে মামুন সিকদারের পরিবার মামুন কে দেশে আনার জন্য তাকে হুমকি প্রদান করেন। এছাড়া বিদেশে থাকা তার ভায়রার ছেলেকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। পরবর্তীতে মামুন সিকদার কে তার ভায়রার ছেলে জানান তার দেশে যেতে টিকেট সহ মোট ৮০ হাজার খরচ লাগবে। একথা শুনে মামুন তার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে সৌদি আরবে ২০ হাজার টাকা নেন, এবং তার ভায়রার ছেলের কাছে টাকাটা দেন। ভায়রার ছেলে আরিফ মানবতা দেখিয়ে ২০ হাজার টাকার সঙ্গে বাংলাদেশি ৬০ হাজার টাকা দিয়ে বিমানের টিকেট বুকিং করে দেন ৷ চলতি বছরের ১ আগষ্ট মামুনকে বিমানে তুলে দেন। দেশে এসে প্রায় এক সপ্তাহ পড়ে মামুন সিকদার তাকে কল করে তার বিদেশে যাওয়ার জন্য যে টাকা দিয়েছিলো সেই টাকা ফেরত চান।

ওই শিক্ষক আরো বলেন, মামুন সিকদারের পিতার মৃতুর পরে ৩ বছর আগে তাদের ৩০০ শতাংস জমি তার কাছে ৩ লক্ষ টাকার বিনিময়ে কট-কবলা রাখেন। পরবর্তীতে মামুন তাদের কট-কবলা দেওয়া জমিনের ৩ লক্ষ টাকা ও ফসল দিবেনা বলিয়া তার বিরুদ্ধে ও সৌদিতে থাকা তার ভায়রার ছেলেকে আসামি করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা মিথ্যা মামলা (৭৫১/২৫) দায়ের করেন। মামলাটি বর্তমানে কলাপাড়া থানার ওসিকে তদন্ত করিয়া প্রতিবেদন দাখিল করিতে নির্দেশ দেন আদালত।

মামুনের দেয়া মিথ্যা মামলা ও তাকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদ জানান শিক্ষক সোবাহান মুন্সী।এ বিষয়ে জানতে মামুনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ করেনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বালুর বস্তায় ঠেকিয়ে চলছে বরিশাল-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতু
বরিশালে খুচরা বাজারে সবজির দাম চড়া
বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি
ব‌রিশাল-৫ (সদর ও নগর): গুরু-শিষ্যদের লড়াই থামাতে মুখ বন্ধ রাখার নির্দেশ কেন্দ্রের
বরিশাল বিভাগের ২১ আসন: গুলশানে ডাক পেলেন ৬০ মনোনয়নপ্রত্যাশী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com