![]() বরিশালে চোখ রাঙাচ্ছে ‘জলাতঙ্ক’
৩ November ২০২৫ Monday ৪:৩৭:০৯ PM
বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে বিভাগের সব জেলায় জলাতঙ্ক রোগের আতঙ্ক নতুন করে চোখ রাঙাচ্ছে। বিশেষ করে পোষা প্রাণীর আক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (২ নভেম্বর) বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ‘জলাতঙ্কের ভ্যাকসিন নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন আক্রান্তরা। লাইনে শৃঙ্খলা না থাকায় ভোগান্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অনেককে।
ভেটেনরি চিকিৎসক মোহাম্মদ আল আমিন জানান, ‘স্তন্যপায়ী বিড়াল, কুকুর, শিয়াল ও বেজির কামড়ে লালার মাধ্যমে জলাতঙ্কের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই পোষা প্রাণীর আচরণে সামান্য পরিবর্তন দেখলেই সতর্ক হতে হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

