![]() বাকেরগঞ্জে পৌর কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা আটক
৭ November ২০২৫ Friday ১২:২১:৫৫ AM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের বাকেরগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে পৌর কাউন্সিলরসহ পাঁচজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম খান, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং রঙ্গশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

