বরিশালের বাকেরগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে পৌর কাউন্সিলরসহ পাঁচজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম খান, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং রঙ্গশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ২১ আসনে ভোটগ্রহণে প্রস্তুত ২৮১৮ কেন্দ্র