" />
AmaderBarisal.com Logo

বাউফলে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

৭ November ২০২৫ Friday ১১:৫৫:৫২ AM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রচারণায় অস্ত্রের মহড়া, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা মামুন হাওলাদারসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার মামুন হাওলাদার (৩৪) নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপরজন শাহাবুদ্দিন (৪৫) আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে পরিচিত।


ডিবির তথ্য অনুযায়ী, মামুন হাওলাদার এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে পরিচিত এবং তিনি আগেও নানা অপরাধে জড়িত ছিলেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিপক্ষকে হুমকি ও মারধর, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় মামুনের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় মোট ৮টি মামলা চলমান।


জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন বলেন, বাউফল থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। পরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।


বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার দুজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।