![]() ভয়ঙ্কর নির্যাতন অপেক্ষা করছে: শামীম সাঈদী
৮ November ২০২৫ Saturday ১০:৩৯:২৩ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মো. শামীম সাঈদী বলেছেন, ‘গেল ১৬ বছরে যতটুকু না নির্যাতন হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর নির্যাতন অপেক্ষা করছে। দেশকে রক্ষায় যদি আবারো প্রয়োজন হলে রক্ত দেবো।’ শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তা শামীম সাঈদী এ কথা বলেন।
তিনি বলেন, ‘ক্ষমতায় যারা আসে তারা বলে মালেশিয়া, সিঙ্গাপুর কানাডা বানাবো। তারা কানাডায় নিজেদের বেগমপাড়া বানায়। প্রয়োজনে ভারতে পালায় বাংলাদেশকে ডুবিয়ে যায়। তাই কাদের পক্ষে থাকবেন চিন্তা করবেন। আমরা ডামি নির্বাচন দেখতে চাই না। আমরা সুন্দর একটা নির্বাচন চাই।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

