পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মো. শামীম সাঈদী বলেছেন, ‘গেল ১৬ বছরে যতটুকু না নির্যাতন হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর নির্যাতন অপেক্ষা করছে। দেশকে রক্ষায় যদি আবারো প্রয়োজন হলে রক্ত দেবো।’
শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তা শামীম সাঈদী এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, ‘বর্তমানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। কিন্তু মেঘ যে আবার আসবে না তার কোনো গেরান্টি নেই। কাজেই ঐক্যবন্ধ থাকা ছাড়া বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় যারা আসে তারা বলে মালেশিয়া, সিঙ্গাপুর কানাডা বানাবো। তারা কানাডায় নিজেদের বেগমপাড়া বানায়। প্রয়োজনে ভারতে পালায় বাংলাদেশকে ডুবিয়ে যায়। তাই কাদের পক্ষে থাকবেন চিন্তা করবেন। আমরা ডামি নির্বাচন দেখতে চাই না। আমরা সুন্দর একটা নির্বাচন চাই।
একই অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে চাই। আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই জামায়াতে ইসলামী মাধ্যমেই সম্ভব বলে মনে করেন তিনি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগের তিন আসনে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯