ঝালকাঠির মহাসড়ক যেন মৃত্যুকূপ, চার মাসে গেল ১১ প্রাণ
ঝালকাঠি প্রতিনিধি:
আগে ছিলো আঞ্চলিক মহাসড়ক, এখন তা পরিণত হয়েছে জাতীয় মহাসড়কে। কিন্তু বাড়েনি সড়কের প্রস্ততাসহ কোনো প্রকার আধুনিকায়ন। চলছে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যানবাহন। প্রতিমাসেই দুর্ঘটনায় ঘটছে প্রাণহানী, আহত হচ্ছেন অসংখ্য মানুষ।
গত ২৫ অক্টোবর বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাজাপুর–ভান্ডারিয়া মহাসড়কের (জাতীয় মহাসড়ক) নলবুনিয়া এলাকায় মারা যান রাজাপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন। ৭ নভেম্বর মেয়েকে নিয়ে ইজিবাইকে যাওয়ার পথে উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে বাস, সিএনজি ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনাস্থলেই প্রাণ হারান র্যাব সদস্য আনোয়ার আকন। চোখে গুরুতর আঘাতসহ হাত-পা ভেঙে যায় তার একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে আইরিনের।
ঝালকাঠি বিআরটিএ সূত্রে জানা গেছে, আগস্ট মাস থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঝালকাঠি জেলার জাতীয় মহাসড়কের বিভিন্ন এলাকায় ১৫টি দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ২০ জন। তবে স্থানীয়রা এ সংখ্য আর বেশি বলে দাবি করেন।
ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি বলেন, পদ্মা সেতেু চালু হওয়ার পর ঝালকাঠি থেকে খুলনা রুটে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঝালকাঠি থেকে কুয়াকাটা রুটে দক্ষিনাঞ্চলে যেতে মোট একশ কিলোমিটারের অংশ জাতীয় মহাসড়কে উন্নীত হয়েছে। আঞ্চলিক মহাসড়ক থেকে কাগজে কলমে জাতীয় মহাসড়কের উন্নীত হলেও অবকাঠামোগত কোনো পরিবর্তন হয় নি।
তিনি বলেন, দক্ষিণ এবং দক্ষিন-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ,মোংলা, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার হাজর হাজার গাড়ি চলাচল করছে প্রতিদিন। কিন্তু সড়কের প্রসস্ততা কম হওয়ায় দুটি গাড়ি ক্রসিং করার জায়গা থাকছে না। প্রতিমাসেই প্রাণহানি যেন অবধারিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহতও হচ্ছেন অসংখ্য মানুষ।
এ ব্যাপারে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান বলেন, এ সমস্যা সমাধানে চার লেনের একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই প্রকল্প অনুমোদন হলে সড়ক প্রশস্তের কাজ দ্রুত শুরু করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ শহীদ নূর হোসেন দিবস
রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ