![]() বরগুনায় ৪ প্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা
১৬ November ২০২৫ Sunday ৮:০৭:৪০ PM
বরগুনা প্রতিনিধি: ![]() মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বরগুনার বামনা সরকারি কলেজসহ চারটি প্রতিষ্ঠানে তালা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকালে এসব তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার মধ্যরাতে তারা প্রতিষ্ঠানগুলোতে তালা দেয়। তালা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা ও বামনা উপজেলা শাখার সভাপতি হাসিবুর রহমান। পৃথক ফেসবুক পোস্টে তারা লিখেছেন- আওয়ামী লীগের কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্রলীগ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী বলেন, আজ সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই। তারা এসে তালা ভেঙে পাঠদান কার্যক্রম শুরু করতে বলেন। পরে আমরা শিক্ষার্থীদের ক্লাশ করাতে শুরু করি। বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি কিন্তু সেখানে গিয়ে এসবের কোনো আলামত পাইনি। তবে এ বিষয়ে অভিযান চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

