" />
AmaderBarisal.com Logo

নাজিরপুর আ.লীগ নেতা দীপ্তেন মজুমদার গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৬ November ২০২৫ Sunday ৮:৫৬:২১ PM

নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা দীপ্তেন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দীপ্তেন মজুমদার মাটিভাংগা ইউনিয়নের দিঘির জান এলাকার মৃত মনীন্দ্র নাথ মজুমদারের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর শহীদ জননী মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নাজিরপুর থানার একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।