কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা দীপ্তেন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দীপ্তেন মজুমদার মাটিভাংগা ইউনিয়নের দিঘির জান এলাকার মৃত মনীন্দ্র নাথ মজুমদারের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর শহীদ জননী মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নাজিরপুর থানার একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক