Current Bangladesh Time
Monday November ১৭, ২০২৫ ৪:১০ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে বাড়ির পুকুর ঘাটে যুবলীগ নেতার লাশ, হত্যার অভিযোগ পরিবারের
১৬ November ২০২৫ Sunday ১১:৪৬:১৮ PM
Print this E-mail this

গৌরনদীতে বাড়ির পুকুর ঘাটে যুবলীগ নেতার লাশ, হত্যার অভিযোগ পরিবারের


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম হাওলাদারকে (৪২) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। রোববার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে তার (আমিনুল) নিজ বাড়ির পুকুরের পাকা ঘাটলার নিচ থেকে আমিনুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য আমিনুলের মরদেহ দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত আমিনুল ওই গ্রামের আওয়ামী লীগ নেতা মরহুম মাস্টার জাহাঙ্গীর হোসেন হাওলাদারের মেজো ছেলে।

নিহতের স্ত্রী পারভিন আক্তার বলেন, আওয়ামী লীগ করার কারণে আমার স্বামী আমিনুল ইসলাম হাওলাদার বাড়ির বাহিরে বের হতো না। প্রায়ই রাত ৯টা-১০টার দিকে ঘর থেকে বের হয়ে আমিনুল আমাদের পুকুরের পাকা ঘাটলায় গিয়ে ২-১ ঘণ্টা বসে সময় কাটাত। শনিবার রাত ১০টার দিকে আমার স্বামী ঘর থেকে বের হয়ে ঘরে ফিরে আসেনি। স্বামী ফোন রিসিভ না করায় রাত ১১টার দিকে আমি ও আমার মেয়ে বাড়ির আশপাশ ও পুকুরের পাকা ঘাটলার চারপাশে খোঁজে ওই রাতে স্বামীর সন্ধান পাওয়া যায়নি। রাতেই তার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের কাছে ফোন করেও স্বামীর খোঁজ মেলেনি। রোববার সকালে পুকুরের পাকা ঘাটলার প্রথম সিঁড়িতে স্বামীর মোবাইল ফোন ও স্যান্ডেল দেখতে পাই। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে পাকা ঘাটলার নিচ থেকে স্বামীর (আমিনুল) মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা থেকে ফিরে নিহতের বড়ভাই মাজাহারুল ইসলাম হাওলাদার ও ভগিনীপতি মিন্টু সরদার অভিযোগ করে বলেন, সুপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গলায় ও মাথায় রক্তাক্ত জখম করে আমার ভাইকে (আমিনুল) হত্যার পর তার লাশ পুকুরের পাকা ঘাটলার নিচে লুকিয়ে রাখে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমিনুলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সুরতহালে লাশের গলায়, মাথার পিছনে ও মাথার এক পাশে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। স্বজনরা যেভাবে মামলা দিতে চাইবে সেভাবেই মামলা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
পুলিশে ব্যাপক রদবদল
বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, তীব্র যানজট
শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com