গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচারের আশ্বাসে বরিশাল-ঢাকাসহ অন্যান্য রুটে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
দিনভর বন্ধ থাকার পর রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় চালু হয়েছে বরিশাল-ঢাকা রুটে বাস চলাচল। এ সময় একযোগে দূরপাল্লার ১১ টি রুটের বাস চলাচলও শুরু হয়।
বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন জানান, সরকারি বিএম কলেজের অধ্যক্ষের আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরতে সম্মত হয়েছেন। এর ফলে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় বাস ভাড়া কমানো নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর বিএম কলেজের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকদের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রোববার ভোর থেকে কেন্দ্রীয় নতুল্যাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।
দিনভর উত্তেজনা ও থমথমে পরিস্থিতির পর সন্ধ্যায় বাস মালিক কর্তৃপক্ষ, বিএনপি নেতা ও বিএম কলেজ শিক্ষকদের যৌথ আলোচনা শেষে বিএম কলেজ অধ্যক্ষ ড.শেখ তাজুল ইসলাম ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নেবার আশ্বাস দিলে বাস মালিক ও শ্রমিকরা পুনরায় বাস চলাচল আরম্ভ করতে সম্মত হন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক