বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিয়াম হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালের দিকে ঢাকার শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম হোসেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজিকালিকাপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে ।
সিয়াম হোসেন চাঁদপাশা আরজিকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। চাঁদপাশা গ্রামের আরিফুর রহমান জানান, গত শুক্রবার বেলা ১টার দিকে সিয়াম হোসেন নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গাছে ওঠে। এ সময় অসাবধানবশত নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার বুকে ও মাথায় প্রচন্ড আঘাত লাগে।
পরে স্থানীয় ও স্বজনরা তাকে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রবিবার বিকালে সিয়ামের মৃত্যু হয়। এর আগে ১৪ নভেম্বর বাড়ির একটি নারিকেল গাছ থেকে নারিকেল পারতে গিয়ে পড়ে গুরুতর আহত হয় সিয়াম হোসেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। সেখানে ঢাকা শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে রবিবার বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সিয়াম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক