Current Bangladesh Time
Sunday November ১৬, ২০২৫ ৭:০৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
১৬ November ২০২৫ Sunday ৪:৪৮:৪১ PM
Print this E-mail this

বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট


নগর প্রতিনিধি:

বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বরিশাল জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, ভাঙচুর করা বাসের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

হঠাৎ এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। কিছু মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের দ্বিগুণ বা তারও বেশি ভাড়া গুনতে হচ্ছে।

‘হাফ ভাড়া’ দেয়াকে কেন্দ্র করে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসের শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশকিছু বাস ভাঙচুর ও ১ টি বাসে অগ্নিসংযোগ করে।

এই সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাত ৯ টায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও, টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি।

ওই ঘটনার জেরে রোববার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকেরা প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে গাড়ি চলাচল বন্ধ রাখেন।

বরিশাল নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখব। আমাদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্ধশত শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেয়ার পরই কেবল গাড়ি চলাচল শুরু হবে।’

কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন অভিযোগ করেন, তাদের কমপক্ষে দুইশো বাস ভাঙচুরের পাশাপাশি কাউন্টারও ভেঙে লুটপাট করা হয়েছে। তিন কোটি টাকার ক্ষতির দাবি মালিক সমিতির এই নেতার।

মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেনও একই অভিযোগ। বাস কখন ছাড়া হবে তা বৈঠকের পর জানানো হবে বলে জানান তিনি।

অপরদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিএম কলেজের আট শিক্ষার্থী ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন ছাত্র আবু বক্কর অভিযোগ করেন, শনিবার তাদের ওপর হামলা চালানো হয়। গতরাতে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ন্যায় বিচার দাবি করেছন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, তীব্র যানজট
শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল বিভাগের বিএনপি নেতাদের শঙ্কা:বহিষ্কৃতদের ফেরালে প্রভাব পড়বে ভোটে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com