কাঁঠালিয়ায় নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুইদিন পর দীপন হালদার (২৫) নামে এক যুবকের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কালিশংকর গ্রামের একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শাহ আলম ও কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা ঘটনাস্থল পরিদর্শন করেন। যুবক ওই গ্রামের সদানন্দ হালদারের ছেলে ও এক সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে মাছ শিকার করার কথা বলে ঘর থেকে হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাড়ির পাশের খালে দীপনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক