পিরোজপুর শহর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৬ নভেম্বর) শহরের একটি মার্কেট থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে।
সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জিয়াউর রহমান জানান, ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল এবং ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করবেন।
পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক