" />
AmaderBarisal.com Logo

নলছিটির শিক্ষক আবদুর রহমান আর নেই


আমাদেরবরিশাল.কম

১৮ November ২০২৫ Tuesday ১০:৪৪:৫৮ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে আমেরিকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবদুর রহমান ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।

শিগগিরই মরহুমের মরদেহ দেশে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নলছিটিতে প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।