" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৪


আমাদেরবরিশাল.কম

১৯ November ২০২৫ Wednesday ৬:৫৬:৩৪ PM

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবাই আশঙ্কামুক্ত।

গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি করেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।