Current Bangladesh Time
Friday December ৫, ২০২৫ ৩:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » দুর্যোগ মোকাবিলায় দক্ষ হতে সবাইকে প্রস্তুতির আহ্বান মেজর জেনারেল খায়ের উদ্দীনের
৩ December ২০২৫ Wednesday ৬:২৬:২২ PM
Print this E-mail this

দুর্যোগ মোকাবিলায় দক্ষ হতে সবাইকে প্রস্তুতির আহ্বান মেজর জেনারেল খায়ের উদ্দীনের


নগর প্রতিনিধি:

বাংলাদেশ উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে কঠিন বাস্তবতা মেনে দুর্যোগ মোকাবিলায় নিজেকে দক্ষ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কবি জীবনানন্দ দাশ বরিশাল আউটার স্টেডিয়ামে চারদিনব্যাপী ভূমিকম্প পূর্ব ও পরবর্তী করণীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বরিশাল প্রায়ই বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। পাশাপাশি দেশ অনেক বছর ধরে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে ছিল, এখনও আছে।’

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বরিশাল স্টেডিয়ামের ইনডোর ও আউটডোরে হাতে-কলমে এই প্রশিক্ষণ শুরু হয় মঙ্গলবার। বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষার্থীসহ প্রায় ৪০০ জন এতে অংশ নেয়ার সুযোগ পান।

ভূমিকম্প পূর্ব ও পরবর্তী করণীয়, উদ্ধার কার্যক্রম, স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের ক্লাস নেন এবং বাস্তবে দেখান সচেতন একজন মানুষের করণীয় বিষয়গুলো। কাছ থেকে এ ধরনের প্রশিক্ষণ পেয়ে সন্তুষ্ট অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থী তাবাচ্ছুম বলেন, ‘আমরা আগে ভূমিকম্প নিয়ে শুধু বইয়ে পড়েছি, কিন্তু বাস্তবে কীভাবে জীবন বাঁচাতে হয় তা জানতাম না। এই প্রশিক্ষণে এসে বুঝলাম, ভূমিকম্পের আগে ঘরে ভারী জিনিস কোথায় রাখা উচিত, কীভাবে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয় আর ভূমিকম্পের পর আহতদের প্রাথমিক চিকিৎসা কীভাবে দিতে হয়। প্রশিক্ষকরা আমাদের দিয়ে হাতে-কলমে অনুশীলন করিয়েছেন। এতে আত্মবিশ্বাস বেড়েছে। কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হলে আমি শুধু নিজের নয়, অন্যদেরও সাহায্য করতে পারব।’

আরেক প্রশিক্ষণার্থী কলেজছাত্র রাকিবুল ইসলাম বলেন, ‘আগে ভাবতাম ভূমিকম্প হলে শুধু দৌড়ে বাইরে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। কিন্তু এখানে শিখলাম, বাইরে যাওয়ার আগে মাথা রক্ষা করতে হবে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে, আর উদ্ধারকাজে অংশ নিতে হলে কীভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়। স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ; বিশুদ্ধ পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা কিট সব সময় প্রস্তুত রাখতে হবে।’

বুধবার ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ, পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। ৭ ডিসেম্বর অংশগ্রহণকারীদের নিয়ে একটি সম্মিলিত মহড়ার আয়োজন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে এইডসে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা
বরিশাল বিভাগের আরো ৩টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষনা
খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে
খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান
নগরীতে বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com