Home » কলাপাড়া » পটুয়াখালী » পটুয়াখালীতে বক-ঘুঘু শিকার, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবক
৪ December ২০২৫ Thursday ৯:৪০:১২ PM
পটুয়াখালীতে বক-ঘুঘু শিকার, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবক
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে সংরক্ষিত বক ও ঘুঘু শিকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনার পর শাওন মুন্সী নামে এক যুবককে আটকের পর লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সেরাজপুর এলাকায়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২–এর ৬ ও ৩৯ ধারা লঙ্ঘন করে শাওন মুন্সী পাখি শিকার ও জবাই করেন, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিকের নেতৃত্বে উপকূলীয় বন বিভাগের মহিপুর রেঞ্জ, এনিমেল লাভার্স অব পটুয়াখালী, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) ও স্থানীয়দের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় শাওন মুন্সী তার অপরাধ স্বীকার করেন। ভবিষ্যতে আর কখনও বন্যপ্রাণী শিকার করবেন না, এ মর্মে তিনি লিখিত মুচলেকা দেন। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট শাস্তি মেনে নেবেন বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, ‘সংরক্ষিত বন্যপ্রাণী শিকার করা দণ্ডনীয় অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ার পর আমরা অভিযান চালাই। অভিযুক্ত ব্যক্তি তার ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন। বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয় পরিবেশ–সচেতন ব্যক্তিরা বলছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগ ভবিষ্যতে পাখি শিকার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে এইডসে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা
বরিশাল বিভাগের আরো ৩টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষনা
খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে
খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান
নগরীতে বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩