![]() কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি
১০ December ২০২৫ Wednesday ৪:৩১:৪৯ PM
![]() প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখা এর আয়োজন করে।জাতিসংঘের একটি আহ্বান এবং মানবাধিকার দিবসের মূল বার্তা, যা বৈষম্যহীনভাবে সকলের অধিকার নিশ্চিত করতে ব্যক্তি, সম্প্রদায় ও বিশ্বকে একত্রিত করতে “মানবাধিকারের জন্য দাঁড়াও” লেখা সংবলিত ব্যানার হাতে র্যালিটি কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়। ![]() এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন ও সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা প্রকল্প পরিচালক মোকছেদুল আলম এবং মানবাধিকার কর্মী ও আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার ইয়াকুব খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সকলের অধিকার সমান সুযোগ সুবিধা, প্রত্যেকটি মানুষ সমান সুযোগ সুবিধা পাবে তারই অধিকার নিয়ে আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছি আমরা। পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র রক্ষা করে যেন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। উন্নয়ন প্রকল্পের নামে পুনর্বাসন না করে আবাসনের ব্যবস্থা করে না দিয়ে কোন মানুষকেই যেন তাদের বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করা না হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


