Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি
১০ December ২০২৫ Wednesday ৪:৩১:৪৯ PM
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি
প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখা এর আয়োজন করে।জাতিসংঘের একটি আহ্বান এবং মানবাধিকার দিবসের মূল বার্তা, যা বৈষম্যহীনভাবে সকলের অধিকার নিশ্চিত করতে ব্যক্তি, সম্প্রদায় ও বিশ্বকে একত্রিত করতে “মানবাধিকারের জন্য দাঁড়াও” লেখা সংবলিত ব্যানার হাতে র্যালিটি কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন ও সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা প্রকল্প পরিচালক মোকছেদুল আলম এবং মানবাধিকার কর্মী ও আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার ইয়াকুব খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সকলের অধিকার সমান সুযোগ সুবিধা, প্রত্যেকটি মানুষ সমান সুযোগ সুবিধা পাবে তারই অধিকার নিয়ে আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছি আমরা। পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র রক্ষা করে যেন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।
উন্নয়ন প্রকল্পের নামে পুনর্বাসন না করে আবাসনের ব্যবস্থা করে না দিয়ে কোন মানুষকেই যেন তাদের বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করা না হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
উপদেষ্টা আসিফ এবং মাহফুজ পদত্যাগ করেছেন
আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বাবুগঞ্জে ঝাড়ু মিছিল
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার মূল আসামী নলছিটি থেকে গ্রেফতার
বরিশালে ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব