Home » কলাপাড়া » পটুয়াখালী » সংবাদ শিরোনাম » আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব
৮ December ২০২৫ Monday ৭:৩২:৫৮ PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পটুয়াখালী -০১ আসনের প্রার্থীতা প্রত্যাখ্যান করে পটুয়াখালী-০৪ আসন (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেছেন মুফতি হাবিবুর রহমান।সোমবার শেষ বিকালে কলাপাড়া প্রেসক্লাবে মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা দলের প্রধান উপদেষ্টা ও কলাপাড়া শাখা কমিটির সদস্য তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে যখন আমাকে পটুয়াখালী ০১ আসনে নির্বাচন করার জন্য মুহতারাম (চরমোনাইর পীর সাহেব) আমির ইচ্ছা না থাকা সত্বেও নির্ধারণ করে দেন।
পটুয়াখালী-০৪ আসন নিয়ে যে স্বপ্ন ফেরি করে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। তাদের আশা আকাঙ্ক্ষাকে অবহেলা করে রাজনৈতিক বেড়াজালে টাকার রাজনীতিতে শক্তির রাজনীতিতে তাদেরকে আমি ছেড়ে যেতে পারি না। সে কারনেই নিজেই কলাপাড়া থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবো। আমার ৩০ বছরের এই জনপদের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক। ফিরে আসছি আমি এই জনপদের জন্য, এ জনপদের মানুষের জন্য, এই জনপদের উন্নয়নের জন্য এবং এই জনপদে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে চাই।
উল্লেখ্য, পটুয়াখালী-০৪ আসনে বিএনপি থেকে পদত্যাগ করে ইসশলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগদান করা মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষনা দেয়ায় ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে মুফতি হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থীতার ঘোষনা করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের।
এসময় দল থেকে সদস্য অব্যহতি প্রাপ্ত (সাংগঠনিক সম্পাদক) মাওলানা আসাদুজ্জামান, ( সাবেক সহ-সভাপতি) এ্যাডভোকেট কাওসার এবং মাওলানা মোস্তাফিজুর রহমানসহ বেশ কিছু নেতা-কর্মী ও শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব