Home » বরিশাল » সংবাদ শিরোনাম » ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
৭ December ২০২৫ Sunday ৯:৫৬:৪৬ PM
ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
নিজস্ব প্রতিনিধি:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বরিশাল–ভোলা সেতু ব্যয়বহুল। দীর্ঘ এ সেতু নির্মাণে প্রযুক্তিগত কিছু বিষয় রয়েছে। সেইসাথে আর্থিক সংস্থান করতে হবে। এজন্য জাপান সরকারের নিকট আবেদন করা হয়েছে। তাদের কাছে বিষয়টি বিবেচনাধীন রয়েছে, তবে নির্বাচন সামনে হওয়ায় এই অল্প সময়ের মধ্যে তারা আমাদের ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে মনে হচ্ছে না। তবে নির্বাচনের পর নতুন সরকার এলে জাপান সরকার এ ব্যাপারে অর্থায়নের সিদ্ধান্ত জানাবে। এ সময়ের মধ্যে আমরা ডিজাইন, ডিডিপি প্রণয়নসহ আগাম সবকিছু ঠিক করে রাখতে চাই।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ওই সময় তিনি আরও বলেন, আমাদের উন্নয়ন প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। আমাদের যত সড়ক ও ব্রিজ প্রকল্প আছে, সবকিছু দুর্নীতিক্লিষ্ট। এজন্য আপনারা (স্থানীয় জনগণ) চেষ্টা করবেন মীরগঞ্জ সেতু প্রকল্প দুর্নীতিমুক্ত থাকে। ঠিকাদারকে সহযোগিতা করা হলে একটি উন্নতমানের সেতু আমরা পাবো, যেটা মানুষের উপকারে আসবে। অনেক উদাহরণ রয়েছে যে কাজে যে ব্যয় হয়, তারপরও সেই মানের কাজ পাই না।
এসময় উপদেষ্টা ভোলার গ্যাস নিয়ে বলেন, পাইপলাইন নির্মাণ করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, তাই এখন আমরা ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সেখানে একটি ফার্টিলাইজার ফ্যাক্টরি হবে। সেইসাথে ওখানে অন্যান্য শিল্পাঞ্চল বা ইপিজেড যেগুলো আছে, সেখানে যখন গ্যাস সংযোগ চাওয়া হবে তখনই আমরা দিয়ে দেবো। কিন্তু বাড়িঘরে কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না এবং আপাতত জাতীয় গ্রিডেও দেওয়া হবে না।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা চাই একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, যাতে কেউ ভোট দিতে গিয়ে আগের মতো বাধাগ্রস্ত না হয়, কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে, আগের মতো কেউ যেন পোলিং এজেন্টদের বের করে না দেয়। এটি অবশ্যই সুষ্ঠু, আনন্দমুখর, সুন্দর ভোট হবে। এত বছর আমরা সঠিক ভোট দেখিনি, এবার আমরা সেটা আশা করছি। আর এখানে যে-ই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে তাদের পাশে আমরা দাঁড়াবো। গণভোট আইন ও আদেশ আমরা করে দিয়েছি, এখন পুরো বিষয়টি নির্বাচন কমিশনের হাতে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব