Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে চু’রি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে দুই চো’র আটক
৮ December ২০২৫ Monday ৯:১৭:০১ PM
বরিশালে চু’রি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে দুই চো’র আটক
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে আগে থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল আনতে গিয়ে জনতার হাতে দুই চোর আটক হয়েছে। পরে তাদেরকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার ( ৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাটের একটি দোকানে আগে থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। নস আটককৃতরা হলেন নগরীর পশ্চিম কাউয়িনার জব্বার শেখের ছেলে হাসান ও লাল মিয়ার ছেলে নুর জামান।
স্থানীয়রা জানায়, সম্প্রতি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাটের একটি ডেকরেটরের দোকানে চুরি করে মালামাল পাশের ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। পরে সোমবার বিকেলে সেই মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এ সময় তাদের এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের আটকে রেখে পুলিশকে খবর দিলে তারা এসে তাদেরকে নিয়ে থানায় যায়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানায়, স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব