পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের অহন ব্রিকস নামক অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অহন ব্রিকস প্রতিষ্ঠানটি আইন অমান্য করে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটভাটা স্থাপন, লাকড়ি পোড়ানো এবং পরিবেশ বিধান লঙ্ঘন করে ইট উৎপাদন করে আসছিল। অভিযানের সময় এসব অপরাধের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
দোষ স্বীকারের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর প্রসিকিউশন রিপোর্ট অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯–এর বিধান মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ না করায় ভাটার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব