" />
AmaderBarisal.com Logo

দশমিনায় হরিণের মাংসসহ একজন আটক


আমাদেরবরিশাল.কম

২১ December ২০২৫ Sunday ৯:২৫:৫০ PM

দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় হরিণের মাংসসহ একজনকে আটক করেছে বন বিভাগ। রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার হাজির হাট এলাকা থেকে মোঃ খলিল খান (৪০) নামে এক ব্যক্তিকে প্রায় ২ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের মৃত চান খানের ছেলে।

দশমিনা বন বিভাগের উপজেলা বিট কর্মকর্তা মোঃ রওশন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র চোরাই পথে হরিণের মাংস সংগ্রহ ও বাজারজাত করে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাজির হাট এলাকা থেকে খলিল খানকে হরিণের মাংসসহ হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরে তাকে দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৯২৭ সালের বন আইন (২০০০ সালের সংশোধনী) এর ২৬(১)(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।