পটুয়াখালীর দশমিনা উপজেলায় হরিণের মাংসসহ একজনকে আটক করেছে বন বিভাগ। রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার হাজির হাট এলাকা থেকে মোঃ খলিল খান (৪০) নামে এক ব্যক্তিকে প্রায় ২ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের মৃত চান খানের ছেলে।
দশমিনা বন বিভাগের উপজেলা বিট কর্মকর্তা মোঃ রওশন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র চোরাই পথে হরিণের মাংস সংগ্রহ ও বাজারজাত করে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাজির হাট এলাকা থেকে খলিল খানকে হরিণের মাংসসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরে তাকে দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৯২৭ সালের বন আইন (২০০০ সালের সংশোধনী) এর ২৬(১)(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নুরকে মন্ত্রিত্বসহ ৪ ইস্যুতে বিএনপি-গণ অধিকার পরিষদের সমঝোতা
কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম
বরিশালের ৬টি আসন: বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ