Home » বরিশাল » বাবুগঞ্জ » মুলাদী » বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস
২৪ December ২০২৫ Wednesday ৬:৫৭:৩৫ PM
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস
বাবুগঞ্জ ((বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল -৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতা কর্মীরা।
বুধবার বিকালে(২৪) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার কাছ থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত,জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক আলামিন চিসতি, বরিশাল জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মন হায়দার,জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা রিপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ,দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান, জাতীয় পার্টি নেতা মিন্টু, সহ আরো নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন ৩০০ আসনে মনোনয়ন দেওয়া নিয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান। ইকবাল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন আজকে আমরা মনোনয়ন পত্র তুলছে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন, আমাদের প্রার্থী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি গ্রহণ করেছে। তাদেরকে সমানসংখ্যক আচরণ বিধির আইনী সুরক্ষা দিতে হবে। আমাদের প্রার্থী বিজয়ী হবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নুরকে মন্ত্রিত্বসহ ৪ ইস্যুতে বিএনপি-গণ অধিকার পরিষদের সমঝোতা
কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম
বরিশালের ৬টি আসন: বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ