" />
AmaderBarisal.com Logo

ভোলায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের


আমাদেরবরিশাল.কম

২৬ January ২০২৬ Monday ৯:৪৬:০৪ PM

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রেস করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন রহম আলী হাজি বাড়ির দরজায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু হওয়া এ কলেজ ছাত্রের নাম সোহাগ। সে উপজেলার টবগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মো. সেলিমের ছেলে। সোহাগ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আ. রশিদ জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দ্রুতগামী জিকসার ও আরটিআর দুটি মোটরসাইকেল পাল্লা দেয়। এতেই জিকসারে থাকা দুজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই কলেজছাত্র সোহাগের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত রিপনসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ ও মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি। নতুন করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের বেপরোয়া গতিতে দিশাহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ বা আইনি কোনো জটিলতা না থাকায় সোহাগের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে এ দিন ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।