![]() আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
২৯ January ২০২৬ Thursday ৭:৪৪:২৫ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() অস্ত্র মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে (ভাইপো) সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বরিশালের মহানগর দায়রা জজ আদালতের মীর মো. এমতাজুল হক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন। আশিক আবদুল্লাহ শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে একটি এনপিবি পিস্তল কেনেন। ২০২৪ সালের ২৫ আগস্ট বেসামরিক জনগণকে দেওয়া লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পিস্তল ও গোলাবারুদ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অস্ত্র ও গোলাবারুদ কোথাও জমা দেননি। তাই ২০২৪ সালের ১৩ মার্চ তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার এসআই রুনু সরদার বাদী হয়ে মামলা করেন। ওই থানার এসআই সাইফুল ইসলাম ২০২৫ সালের ৮ জুলাই আশিক আবদুল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

