![]() বরিশাল-৬ (বাকেরগঞ্জ): বিএনপির পুরোনো দুর্গ রক্ষায় চ্যালেঞ্জ হাতপাখা
৩০ January ২০২৬ Friday ৪:১৫:১৮ PM
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন-৬ (বাকেরগঞ্জ) ঐতিহাসিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে একাধিকবার এ আসনে বিএনপির আধিপত্য বজায় থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। একদিকে বিএনপি তাদের হারানো গৌরব পুনরুদ্ধারে মরিয়া, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী পরিবর্তনের ডাক দিয়ে মাঠ চষে বেড়াচ্ছে। ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৯৩। পরিসংখ্যানে দেখা গেছে, এখানে পুরুষ (১,৬০,০৫৫) এবং নারী ভোটারের (১,৫৫,৫৩৮) সংখ্যা প্রায় সমান। বিশ্লেষকদের মতে, নারী ভোটারদের এই বিশাল অংশ এবং কয়েক হাজার নতুন ভোটারের মনোভাবই এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণের মূল চাবিকাঠি হবে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে। এবার বিএনপির প্রার্থী আবুল হোসেন খান বলছেন, ‘বাকেরগঞ্জের মানুষ আমাকে চেনে। উন্নয়নের ধারা বজায় রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোনো বিকল্প নেই।’ রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যক্ষ মো. হাসেম মিয়া মনে করেন, নারী ও তরুণ ভোটাররা এখন শুধু রাজনৈতিক বক্তৃতায় সন্তুষ্ট নন। তারা বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন চান। তাদের চাহিদার মূলে রয়েছে পাঁচটি মৌলিক বিষয়– সামাজিক নিরাপত্তা, আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, ও দুর্নীতিমুক্ত প্রশাসন। দীর্ঘ বিরতির পর একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ভোট হওয়ায় বাকেরগঞ্জের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও প্রত্যাশা আগের চেয়ে অনেক বেড়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বাকেরগঞ্জ-৬ আসনে এক নতুন রাজনৈতিক মেরূকরণ দেখা যেতে পারে। উন্নয়নের রোডম্যাপ বনাম নৈতিক রাজনীতির এই লড়াই এখন মানুষের প্রধান আলোচনার বিষয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

