![]() বাউফলে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকের বাবার ওপর হামলার অভিযোগ
৩১ January ২০২৬ Saturday ১২:৫৯:৫৭ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোশাররফ হোসেনের স্ত্রী মাহমুদা বেগমের নেতৃত্বে জামায়াতের কয়েকজন নারী কর্মী দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন শুরু করেন। এ সময় ধানের শীষের কর্মী জামাল হোসেন, ইয়ারুল ও শামিমসহ কয়েকজন তাদের বাধা দেন। খবর পেয়ে মোশাররফ হোসেন ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করেন ধানের শীষের কর্মীরা। এতে বাধা দেওয়ায় মোশাররফ হোসেনকে কিল-ঘুসি ও লাথি মেরে আহত করেন ধানের শীষের কর্মীরা।পরে গুরুতর আহত অবস্থায় মোশাররফ হোসেনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মোশাররফ হোসেন বলেন, জুলাই যুদ্ধে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা পরিচয় দেওয়ার পরও তারা আমাকে মারধর করে। নারী কর্মীদেরও লাঞ্ছিত করে। অভিযোগ অস্বীকার করে ধানের শীষের কর্মী জামাল হোসেন বলেন, ডাহা মিথ্যা কথা। মোশাররফ হোসেনের কাছে একজন টাকা পাবেন। পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটি হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। এদিকে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যার পর বাউফল পৌর শহরে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া জামায়াত নেতারা বলেন, অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

