" />
AmaderBarisal.com Logo

‘রাহার সাথে আমার কোনো সম্পর্ক ছিলনা’ – অনন্ত


আমাদেরবরিশাল.কম

২৫ March ২০১৩ Monday ৫:৫৬:৫২ PM

raha-ananta-jalil রাহা অনন্ত জলিলবিনোদন ডেস্ক :: গত কয়েকদিন ধরেই মিডিয়া পাড়ার শীর্ষ খবর অনন্ত-বর্ষা! পারিবারিক কলহের জের ধরে গত ২২ মার্চ, অনন্ত জলিল দুপুরে বর্ষার নামে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ (সাধরাণ ডায়রি) করেন। এরপর রাতে মোহাম্মদপুর থানায় এসে অনন্তের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেন বর্ষা। এ নিয়ে মিডিয়ায় অনেক জলঘোলা হবার পর শেষ খবর পাওয়া পর্যন্ত, গত ২৪ মার্চ সন্ধ্যায় অনন্ত ও বর্ষা তাঁদের আইনজীবী এবং প্রতিনিধিদের মাধ্যমে মোহাম্মদপুর থানায় গিয়ে জিডি প্রত্যাহারের পর লিখিতভাবে জানান, ‘গত ২২ মার্চ ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত একটি পারিবারিক ঘটনা ও ভুল-বোঝাবুঝি।’

তবে ঘটনা এখানেই শেষ নয়। এদিকে গত ২২ মার্চ, শুক্রবার রাতে অনেকটা রহস্যজনকভাবেই মারা গেলেন লাক্স তারকা রাহা। এই মুত্যু অনাকাঙ্খিত, আর ঘটনাটি ঘটেও ঠিক অনন্ত-বর্ষার দ্বন্দ্বকালীন সময়ে। অনন্ত-বর্ষার দ্বন্দ, রাহার মৃত্যু দুটো মিলিয়ে সংবাদ মাধ্যমগুলোতে ‘অনন্তর সঙ্গে পরকীয়ার জেরে রাহার আত্মহত্যা!’ শীর্ষক সংবাদ প্রচার হতে থাকে।

বিষয়টা নিয়ে যার পর নাই বিব্রত বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক ও পরিচালক অনন্ত ফেসবুকের মাধ্যমে জানান, ‘২০০৮ থেকে আজ পর্যন্ত আমার কোনো স্ক্যান্ডাল নেই, অথচ একটি কুচক্রী মহল যারা বাংলা চলচ্চিত্রের শত্রু, তারা আমার এবং আমার স্ত্রী বর্ষার পারিবারিক একটি দ্বন্দ্বকে ইস্যু করে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন নিউজ করে চলেছেন।’

আর রাহা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘রাহা আমার প্রথম চলচ্চিত্র খোঁজ-দ্যা সার্চ-এ অভিনয় করেছিলেন এবং পরিচালক ইফেখার চৌধুরীর মাধ্যমে সে এই চলচ্চিত্রে আসে। এই সিনেমায় কাজ করার পর আমার সাথে রাহার কোনোরূপ যোগাযোগ পর্যন্ত হয়নি। রাহার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অথচ গতকাল থেকে মৃত রাহা, আমি এবং বর্ষাকে জড়িয়ে যে নিউজটি ছড়ানো হচ্ছে, তা পুরোটাই মিথ্যা।’

এদিকে অনন্ত জানান, ‘বিভিন্ন পত্রিকা থেকে বর্ষাকে সরাসরি ফোনে যোগাযোগ করে রাহা সম্বন্ধে জানতে চাইলে, বর্ষার উক্তি- ‘এটা একেবারে ভুল কথা।’ কারণ বর্ষা ভালো করেই সত্যটা জানে এবং শুধু বর্ষা না, আমার সকল দর্শক শ্রোতারাও জানেন বর্ষা আমার একমাত্র নায়িকা এবং সকল ধরণের মিডিয়া প্রোগ্রাম এবং ফ্যামিলি প্রোগ্রামে শুধু মাত্র বর্ষাই আমার সঙ্গিনী। চলচ্চিত্র যখন একটু মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে, যখন আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন হচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রীমহল এর পিছু নিয়েছে। আপনারা সবাই জানেন যে মোস্ট ওয়েলকাম ছবিটি এখন ইউকের আটটি সিনেওয়ার্ল্ডে প্রদর্শিত হচ্ছে। আর কেন এভাবে পিছিয়ে দেয়ার কুপরিকল্পনা?’

এ সম্পর্কিত আরো সংবাদঃ
অনন্তর সঙ্গে পরকীয়ার জেরে রাহার আত্মহত্যা!
রাহার বাবাকে জিজ্ঞাসাবাদ, কবর থেকে তোলা হচ্ছে লাশ
লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্যু

…অনন্ত জলিলের পাঠানো ভাষ্য পড়তে এখানে ক্লিক করুন…



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।