রাহার বাবাকে জিজ্ঞাসাবাদ, কবর থেকে তোলা হচ্ছে লাশ
বিনোদন ডেস্ক :: অভিনেত্রী সুমাইয়া আজগার রাহার (২০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ২৪ মার্চ রোববার রাতে রাহাদের মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ের বাসা থেকে পুলিশের একটি দল তার বাবা শেখ আলী আজগারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক একথা নিশ্চিত করেছেন।
পুলিশের মোহাম্মদপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মুক্তা ধর জানান, রাহার মৃত্যুর ঘটনায় একটি অপমত্যুর মামলা নেয়া হয়েছে। তবে রাহার মৃত্যুর সুস্পষ্ট কারণ খুঁজতে লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করে রিপোর্ট প্ওায়ার পর মামলা করা হবে কি না সে বিষয়টি দেখা হবে।
পুলিশের একটি সূত্র জানায়, রাতে রাহার বাবাকে এনে জিজ্ঞাসাবাদের পর তার তথ্য নিয়ে আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে রাহার বাবা স্বীকার করেছেন, গলায় ফাঁস দেয়া অবস্থায় পরিবারের সদস্যরা রাহার লাশ উদ্ধার করেছে।
রাহার বাবার বক্তব্য এবং আজিমপুর গোরস্থানে লাশ নিবন্ধনের খাতায় তথ্য গরমিল থাকায় এটি হত্যা না আত্মহত্যা পুলিশ এ নিয়ে যথেষ্ট সন্দেহে রয়েছে। এসব কারণে পুলিশ রাহার ময়নাতদন্ত করতে দ্রুত কবর থেকে লাশ তুলবে।
সূত্র জানায়, রাহার আত্মহত্যা বা হত্যার ঘটনা ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হ্ওয়া গেলে আইন অনুযায়ী তার বাবা-মা গ্রেপ্তার হতে পারেন। কারণ, হত্যা বা আত্মহত্যা যা-ই হোক না কেন আইন অনুযায়ী দাফনের আগে থানায় খবর দেয়া প্রয়োজন ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদঃ
অনন্তর সঙ্গে পরকীয়ার জেরে রাহার আত্মহত্যা!
লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্যু
|