Home » জাতীয় » বিনোদন » চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
২৭ July ২০২৫ Sunday ১১:০১:১৫ PM
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে মারা যান ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল
প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। ‘ওন্ড’ ব্যান্ডের পাশাপাশি অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল। অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু গ্লিটজকে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রাতুলের ছোট ভাই এ কে রাহুলের কাছ থেকে জেনেছি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় রাতুল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় সে।
”রাতুলের মরদেহ এখন উত্তরার বাসায় আছে, মাগরিবের নামাজের পর ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার নামাজে জানাজা হবে বলে জানন টিটু।
তিনি বলেন, “মৃত্যুর খবর পাওয়ার পর আমি আর বেজবাবা সুমন (সালেহীন খালেদ সুমন) উত্তরা যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত আরও জানতে পারব।
”সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে রাতুলের দক্ষতার কথা তুলে ধরে টিটু বলেন, “সে বেশ ভালো সাউন্ডের মিক্স মাস্টারিং করতে পারত। তার মত এত ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার হারিয়ে আমরা শোকাহত।
”চিত্রনায়ক জসীমের তিন ছেলে সানী, রাতুল ও রাহুল। তাদের মধ্যে রাতুল ছিলেন মেজো।
রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। এরপর ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে।
কেবল গায়ক নয়, রক সংগীতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন রাতুল। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ভূমিকা রয়েছে।
রাতুলের মৃত্যুতে শোক প্রকাশ করে গীতিকার ও সংগীত শিল্পী সৈয়দ রেজা আলী লিখেছেন, “এখনও মানতে পারছি না, রাতুল। মন বিশ্বাস করতে চায় না যে এটা সত্যি। দুই সপ্তাহ আগেই তো দেখা হল আমাদের, তুমি তো বলেছিলে আসবে। আমি অপেক্ষায় থাকব। ভালো করে ঘুমাও, ভাইয়া। শান্তিতে থেক।
”নার্ভ ব্যান্ডের শিল্পী জেরিকো কস্টা লিখেছেন, “শান্তিতে থাকো রাহুল ভাই। আমরা সংগীতের একটি রত্ন হারালাম। আজকের এই শোকাবহ মুহূর্তে আমাদের গান ‘প্রান্তিক শহরে’ রিলিজ করছি না। পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর