মাঠ পর্যায় গিয়ে মাছ চাষের প্রশিক্ষন দিতে হবেঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী
২০ July ২০১১ Wednesday ৫:০৭:০৫ PM
কলাপাড়া, ২০ জুলাই (উত্তম কুমার হাওলাদার/আমাদের বরিশাল ডটকম): আমার এ এলাকা মাছের ভান্ডার। ঘরে বসে মাছ চাষের প্রশিক্ষন দিলেই হবেনা। বাস্তবে মাঠ পর্যায় গিয়ে প্রশিক্ষন দিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১ উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান (এম.পি) এ কথাগুলো বলেন। ২০ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মৎস্য ড.কাজী মো. আজিম উদ্দিন, উপজেলা ভাইচ চেয়ারম্যান সুলতান মাহামুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ উপজেলা কমান্ডের কমান্ডার মো.বদিউর রহমান বন্টিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকলেছুর রহমান, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো.মাসুদুজ্জামান প্রমূখ। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নিরাপদ মাছে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ। মৎস্য চাষিদের স্বার্থে যা কিছু করা প্রয়োজন আমি তা করার চেষ্টা করবো। অনুষ্ঠান শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||