ভোলার ৫ কোটি টাকার নিষিদ্ধ জালসহ ৪ জেলে আটক
মেঘনা নদীর চর থেকে নিষিদ্ধ মশারী জাল, আটক জেলেদের নিয়ে যাচ্ছে কোস্টগার্ড (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ভোলা, ২৬ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মেঘনা ও ইলিশা নদীতে ২৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ৫ কোটি টাকার প্রায় ৯ লাখ মিটার নিষিদ্ধ জাল ও ২টি মাছধরার ট্রলার আটক করেছে। এসময় এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। অভিযান চলাকালে দৌলতখানের মেঘনা নদীতে এক দল জেলেরা কোস্টগার্ড সদস্যদের ধাওয়া করে। এ ঘটনায় দীর্য সময় ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে অতিরিক্ত কোস্টগার্ড সদস্যরা ম্যাজিস্ট্রেটসহ ওই স্থানে অভিযান চালায়।
২৬ এপ্রিল কোস্টগার্ডের লেঃ কেএম জাহাঙ্গীর আলম বিএন’র নেতৃত্বে বেশ কয়েকটি কোস্টগার্ড দল মৎস্য অধিদপ্তরের লোকজনসহ নিষিদ্ধ জাল আটকের জন্য নদীতে অভিযান চালায়। এসময় ইলিশা নদী থেকে প্রায় আড়াই লাখ মিটার জাল আটক করে তারা।
অন্যদিকে কোস্টগার্ডের আরেকটি দল মেঘনার দৌলতখানে অভিযানে গেলে বেশ কিছু জাল আটক করে। এসময় কোস্টগার্ডের ট্রলার দেখে জেলেরা নদীতে লাফ দিয়ে পালানোর চেস্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে ট্রলারসহ পাঠিয়ে দেয়। এঘটনায় মোতাসীন গং দলের প্রভাবশালী মাছ ব্যাবসায়ীর লোকজন ৮/১০টি ট্রলার নিয়ে কোস্টগার্ড সদস্যদেরকে ধাওয়া করে। এ ঘটনার পর কোস্টগার্ড সদস্যরা শান্ত থেকে উর্ধতন কর্মকর্তাদের জানালে সেখানে অতিরিক্ত কোস্টগার্ড সদস্যরা ম্যাজিস্ট্রেট নিয়ে মেঘনায় অভিযান চালায়। এসময় তারা বিপুল পরিমানের নিষিদ্ধ জাল আটক করে। একই সময় ২টি ট্রলারসহ মোঃ সিদ্দিক (৪৫), মোঃ শাহ আলম (৪০), মোঃ মনির (৩২) ও মোঃ লিটন (৩০) এই ৪জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃতানজিলুর রহমান তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
এ ব্যাপরে লেঃ কে এম জাহাঙ্গীর আলম বিএন আমাদের বরিশাল ডটকমকে জানান, সারাদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ৯লাখ মিটার নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। এছাড়া ২টি ট্রলার ও ৪ জেলেকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |