বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আঁখি (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর আত্নহত্যা করেছে। রোববার (৯ নভেম্বর) রাতে ইউনিয়নের পাংশা গ্রামের মিরা বাড়িতে এই ঘটনা ঘটে। সে একই বাড়ির মোঃ দেলোয়ার মিরার মেয়ে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মাধবপাশা ইউনিয়নে দেলোয়ার মিরার মেয়ে একজন ভারসাম্যহীন বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। সে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাতে খাবারের পর তার ঘরে ঘুমাতে গেলে রাতের কোন এক সময় পরিবারের সকলের অগোচরে নিজের ওড়না দিয়ে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে বরিশাল মহানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)