বরিশালে চিংড়ির দেড় লাখ রেনু পোনা উদ্ধার
বরিশাল ডেস্ক :: বরিশালের কীর্তনখোলা নদী থেকে বাগদা ও গলদা চিংড়ির দেড় লাখ রেনু পোনা উদ্ধার করেছে কোষ্টগার্ড। ৩০ এপ্রিল সোমবার দুপুরে কীর্তনখোলা নদীর সাহেবের হাট এলাকার মুখ এলাকায় একটি ট্রলার থেকে এ রেনু পোনা আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন।
কোষ্টগার্ডের সিনিয়র চিফ কন্টিনজেন্ট কমান্ডার মো. তফিজউদ্দিন জানান, ৩০ এপ্রিল সোমবার দুপুরে কোষ্টগার্ড অভিযান চালিয়ে কীর্তনখোলা নদীর সাহেবের হাট এলাকার মুখ এলাকা থেকে একটি ট্রলার তল্লাশী করে মাটির হাড়িতে রাখা বাগদা ও গলদা চিংড়ির প্রায় দেড় লাখ রেনু পোনা উদ্ধার করা হয়। এসময় ট্রলারে থাকা ব্যবসায়ী মো. হযরত আলীসহ ৭ জনকে আটক করা হয়। রেনু পোনা সংগ্রহ বিক্রি না করার শর্তে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনাগুলো হাতিয়া থেকে ট্রলারে করে খুলানার পাইকগাছার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানান তিনি।
প্রসঙ্গত, মুক্ত জলাশয় থেকে চিংড়ি পোনা ধরা নিষিদ্ধ করেছে। রেনু পোনা সংগ্রহকালে বিলুপ্তির পথে যাওয়া অনেক মাছের পোনা মারা যায়। একারনে মুক্ত জলাশয়ে রেনু পোনা ধরা নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে রেনু পোনা সংগ্রহ করে।
–
(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |