বিপিএল মাতাতে খেলার মাঠে আলিশা!
বিনোদন ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র দ্বিতীয় আসর মাত করতে এবার খেলার মাঠে নামছেন গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান। তবে খেলতে নয়। মাঠের খেলোয়াড় এবং টিভি দর্শকদের মধ্যে একটা সেতুবন্ধন গড়ে তোলাই হবে তার কাজ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় আসরের ক্রিকেট উপস্থাপক হিসেবে বিপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত এ টুর্নামেন্টর অন্যতম উপস্থাপক হিসেবে থাকছেন আলিশা। গেল আসরে যেমনটা ছিলেন ভারতের জনপ্রিয় উপস্থাপিকা শিনা চৌহান।
এবারের বিপিএল আসরে নিজের উপস্থিতি এবং অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আলিশা প্রধান বলেন, ‘এটা আসলেই আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি এরই মধ্যে বিপিএল-চ্যানেল নাইন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। পুরো আসর জুড়ে আমি মাঠে থাকবো। দেশ বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেবো। এর ফাঁকে মাঠে বসে এবং স্টুডিওতে থেকে চ্যানেল নাইনের ক্রিকেট কেন্দ্রিক অনুষ্ঠানগুলো উপস্থাপনাও করবো। কাজটা মজাই হবে। তবে অনেক চ্যালেঞ্জিংও বটে। কারণ, এর আগে এতো বড় পরিসরের ইভেন্ট করার অভিজ্ঞতা আমার নেই।’
২০ ডিসেম্বর বিপিএল এর দ্বিতীয় আসরের নিলাম অনুষ্ঠানটি উপস্থাপনার মাধ্যমে বিপিএল’র উপস্থাপনা শুরু হয়েছে আলিশার। আলিশা মডেলিংয়ের পাশাপাশি অভিনয়-উপস্থাপনাও করেন। তবে তার কাছে এখনও মডেলিংটাই বেশি প্রিয়। আর মাঝে মধ্যেই টিভি পর্দায় উপস্থাপকের ভূমিকায়ও দেখা যায়। চ্যানেল আই, আরটিভি সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। তাই এ মডেল কন্যা মনে করছেন এ কাজটিও তার জন্য কঠিন কিছু হবে না।
আলিশা আরও জানান, ‘বিপিএল আসর শেষ করে আরও একটি আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সঙ্গে আলিশা এটাও বলেন, আমি যাই করি না কেন, শেষ পর্যন্ত মডেলিং আর অভিনয়টাই করবো। আন্তর্জাতিক ইভেন্টে উপস্থাপনা করছি বলে অভিনয়-মডেলিং ছেড়ে দেবো- তেমনটা ভাবার অবকাশ নেই।’
আলিশা বর্তমানে অভিনয় করছেন কামাল খানের পরিচালনা ও অনুরুপ আইচের রচনায় ‘গীতিকার’ নামে একটি ধারাবাহিক নাটকে। এছাড়াও অভিনয় করছেন জহিরের পরিচালনায় ‘লগ ইন লগ আউট’ নামে একটি ধারাবাহিকে। বিপিএল শেষ না হওয়া পর্যন্ত এই কদিন মাঠে ময়দানেই থাকতে হবে আলিশাকে। এখন দেখার বিষয় আলিশা কতটা মাত করতে পারবেন এবারের বিপিএল।
|